দৈনিক মতপ্রকাশ এর শ্রীপুর প্রতিনিধির শ্বশুরের ইন্তেকাল
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৩/০৩/২০১৯ , ১১:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

দৈনিক মতপ্রকাশ পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ এর শ্বশুর আলহাজ্ব আব্দুল গফুর সাহেব শনিবার দিবাগত রাত ১টায় নিজ গ্রামের বাড়ি বড় কাসর ভালুকায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন……..। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল( ৭৫ )বছর । মরহুমের নামাজের জানাজা রবিবার সকাল সাড়ে ১১ টায় বড় কাসর
জামে মসজিদে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার ডায়াবেটিস ও বিভিন্ন রোগে ভুগছিলেন এবংভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । তিনি মৃত্যুকালে তিন কন্যা , এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উনার কুলখানি ১২ই মার্চ মঙ্গলবার বাদ জোহর উনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
মরহুমের মৃত্যুতে দৈনিক মতপ্রকাশ পরিবার শোকাহত এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক রাকিবুল বাসার ।