বাংলার মাইকেল কুদ্দুস হয়ে বাঁচতে চান কুদ্দুস বয়াতি
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০২/০৩/২০১৯ , ১২:০২ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন

এস,বি সোহেলঃ আবদুল কুদ্দুস বয়াতি জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী। তাকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের ‘লোকসঙ্গীতের মহাতারকা’ বলেও সম্বোধন করা হয়। তিনি ১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ কর্তৃক নির্মিত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণার অংশ হিসেবে গাওয়া ‘এই দিন, দিন না আরো দিন আছে’ শিরোনামে একটি গানের মাধ্যমে পরিচিতি পান।
এই লোকসঙ্গীত শিল্পী ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে বর্তমানে মহাখালীর বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি বলেন, আমি সুস্থ হয়ে আবারো গানে ফিরতে চাই। কিন্তু টাকার অভাবে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যেতে পারছি না।
মা (প্রধানমন্ত্রী) আমার সার্কিটটা পাল্টায়া দাও। আমি টাকা চাইনা পয়সা চাইনা। আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে চাই। আমি সার্কিটটা পাল্টায়া বাউল গান নিয়া বাংলার মাইকেল কুদ্দুস হিসেবে ফিরে আসতে চাই।গান আমার জীবনে বেঁচে থাকার অর্থ। বললেন মাটির এই শিল্পী। আমি গান গাইতে গাইতে পরপারে যেতে চাই।
Attachments area