জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে চৌহালীতে র্যালী ও আলোচনা সভা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০১/০৩/২০১৯ , ৫:০১ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

ইমরুল হাসান, চৌহালী প্রতিনিধিঃ ‘ভোটার হব, ভোট দিব’ এমন প্রতিপাদ্য নিয়ে জাতীয় ভোটার দিবস ১লা মার্চ ২০১৯ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা সমন্বয় কমিটির আয়োজনে দিবসটি সফল করতে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তালিবের নেতৃত্বে চৌহালী সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কলেজের কাঠাল বাগনে শেষ হয় । পরে নির্বাচন অফিসের সামনে দিবসটির তাৎপর্য নিয়ে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন চৌহালী থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম,উপজেলা পরিবার পরিকল্লনা কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন,নির্বাচন অফিসার মোঃ ওমর ফারুক,প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা ইউসুব হাক্কানি,চৌহালী উপজেলা প্রেসক্লাব সভাপতি মাহমুদুল হাসান,সহ-সভাপতি আবু দাউদ রানা প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, নির্বাচন অফিস ষ্টাফ ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিসহ কর্মীরা উপস্থিত ছিলেন।