শ্রীমঙ্গলে প্রতীক বরাদ্দের পরই প্রচারণায় বেশ সরগম প্রার্থীরা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০১/০৩/২০১৯ , ২:৫২ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতীক বরাদ্দের পর প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব ও উপজেলা কৃষক লীগের সভাপতি আফজল হক এবং জাকের পার্টির প্রার্থী মো. আব্দুল কাইয়ুম। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রনধীর কুমার দেব নৌকা প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আফজল হক আনারস প্রতীকে এবং জাকের পার্টির আ. কাইয়ুম গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা তালা প্রতীকে, পরিমল দাশ বাল্ব প্রতীকে, মো. এনাম হোসেন চৌধুরী মামুন বই প্রতীকে, এম এ রহিম নোমানী মাইক প্রতীকে, হাসানুর রহমান দুলাল তোঁতা পাখি প্রতীকে এবং মো. লিটন আহমেদ টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে নেমেছেন। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী ফুটবল প্রতীকে, শিরিনা আক্তার কলস প্রতীকে, মিতালী দত্ত পদ্মফুল প্রতীকে ও হাজেরা খাতুন হাঁস প্রতীকে নির্বাচন করছেন। নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী রনধীর কুমার দেব এর ভাষ্য মতে , , বিগত ১০ বছরে উপজেলায় যে উন্নয়ন হয়েছে তারই ফলশ্রুতিতে এবারও নৌকা মার্কায় জনগণ ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন ।উল্লেখ্য , আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।