গজারিয়ায় বেহাল মহাসড়কে চরম ভোগান্তিতে যাত্রীরা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০১/০৩/২০১৯ , ১২:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

গাজী মাহমুদ পারভেজ:- গজারিয়ায় জামালদির প্রবেশ মুখে প্রধান সড়কের বেহাল দশা। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদি বাস স্টান্ড এলাকার প্রধান সড়কটি সংস্কার কাজের জন্য দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এই সড়ক টি দিয়ে মুন্সিগঞ্জ জেলা সহ সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত যাত্রীরা যাতায়াত করে। সামান্য একটু বৃষ্টি আসলেই এই সড়কটিতে হাটু পানির চেয়ে বেশি পানি জমে যায়। এতে দুর্ভোগে পরছে সাধারন জনগোষ্ঠী।ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দক্ষিন পাশের জামালদি বাসস্ট্যান্ড হতে হাজি শিরাজুল হক স্কুল পযর্ন্ত রাস্তাটির বেহাল অবস্থা। বছরের পর বছর সংস্কার কাজ চলতে থাকলেও রাস্তার পরিস্থিতির কোন উন্নতি হয়নি। বরং দিন যতো যাচ্ছে এই রাস্তার অবস্থার ততোই অবনতি হচ্ছে। বাস্তবে এটি দিয়ে এখন রিক্সা, ভ্যান ও সিএজি চলাচল দুর্ভোগ পরিণত হয়েছে। এতে ঘটছে নানা দুর্ঘটনা। যাত্রা পথে যাত্রি সাধারণত চরম দুর্ভোগ পোহাচ্ছেন। কলকব্জা বিকল হয়ে যানবাহনেরও ক্ষয়ক্ষতি হচ্ছে। হালকা বৃষ্টিতেই রাস্তার বেহাল অবস্থা ।
জামালদির এ রাস্তা দিয়ে প্রতি দিন শত-শত কোম্পানির গাড়ি সহ প্রচুর পরিমানে যানবাহন ও স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের আসা যাওয়া।সামান্য বৃষ্টি হলেই তারা স্কুল সহ বিভিন্ন অফিস আদালতে আসা যাওয়া করতে চরম ভোগান্তিতে পড়ে । গাড়ির চাকার স্লিপের কাদা ময়লা পানিতে জামা কাপড় নষ্ট হয়ে যায়। সাধারন জনগোষ্ঠী রাত পোহালেই এই ব্যাস্তময় রাস্তাটি দিয়ে যেতে হয়।জনস্বার্থে রাস্তাটি অতি দ্রুত মেরামত করার দাবি জানিয়েছে এলাকাবাসী ।