ঘাটাইলে রাস্তার গাছ পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৮/০২/২০১৯ , ৩:০৯ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

মোঃ সবুজ সরকার সৌরভ,ঘাটাইল(টাঙ্গাইল): টাঙ্গাইলের ঘাটাইলে রাস্তার পাশের গাছ পড়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন ৷ গত ২৮শে ফেব্রয়ারী (বৃহস্পতিবার) সকাল ৯টায় উপজেলার ধলাপাড়া নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরন করেন ৷ নিহতের নাম আব্দুর রহিম শিকদার(৩০) ৷ তিনি বড়মেধার (শরিষাআটা) গ্রামের আব্দুস সামাদ শিকদারের ছেলে ৷ নিহত আব্দুর রহিম শিকদার এক ছেলে ও এক মেয়ের জনক ৷ তার অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ৷