তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৮/০২/২০১৯ , ৪:০৯ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

মোহাম্মদ রনি মিয়াজী,পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে জাকির হোসেন (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
২৮ ফেব্রুয়ারী(বৃহস্পতিবার) সকালে উপজেলাধীন সদর ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। সে ওই এলাকার মৃত জসিম উদ্দীনের ছেলে। জানা যায়, জাকির হোসেন সকালে ক্ষেতে সেচ পাম্পের মোটর চালু রেখে বাড়িতে নাস্তা খেতে আসে পরে ক্ষেতে গেলে চলন্ত সেচ পাম্প বন্ধ হয়ে গেছে দেখে তখন পাম্পের লাইন চেক করতে গিয়েই বিদ্যুাৎ স্পৃষ্ট হয় । পরে তাকে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহরুল ইসলাম জানান,এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।