মৌলভীবাজারে র্যাবের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ আটক ১
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৭/০২/২০১৯ , ৩:৫৯ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭৬ পিস ইয়াবাসহ এক ইয়াবা কারবারিকে আটক করেছে র্যাব-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের জোয়ানরা।
র্যাব শ্রীমঙ্গল ক্যাম্প সুত্রে জানা যায়, র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন শামীম এর নেতৃত্বে র্যাব জোয়ানরা মঙ্গলবার দিবাগত রাতে শহরের সিন্দুরখান রোডস্থ সিএনজি স্টেশন এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটককৃত মাদককারবারীর নাম নছর উদ্দিন (৫০)। সে শ্রীমঙ্গল উপজেলার খাসগাঁও এলাকার মৃত আহম্মদ মিয়ার ছেলে।
র্যাব-৯ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ( এএসপি) মোঃ আনোয়ার হোসেন শামীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছিল। এ সময় আটককৃত নছর উদ্দিনের কাছ থেকে ৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে। বুধবার সকালে তাকে শ্রীমঙ্গল থানা হাজতে হস্তান্তর করা হয় ।
এ র্যাব কর্মকর্তা আরও জানান,আটক নছর দীর্ঘদিন ধরে মাদকব্যবসার মাধ্যমে এলাকার পরিবেশ নষ্ট ও যুবসমাজকে বিপথে চালিত করে আসছিল। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে বলেও জানান তিনি।