শার্শার বাগআঁচড়ায় গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৫/০২/২০১৯ , ১২:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

আরিফুজ্জামান আরিফঃ শার্শার বাগআঁচড়ায় রিয়া খাতুন (১৬) নামে এক তরুণী ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রিয়া খাতুন শার্শা উপজেলার বাগআঁচড়া উত্তরপাড়া গ্রামের মালেয়েশিয়া প্রবাসী মিকাইল হোসেনের ছোট মেয়ে।
রোববার রাতে নিজ ঘরের মধ্যে ওই তরুণী আত্মহত্যা করে।
নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, বাড়ির সকলের অজান্তে ঘরের মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে রিয়া আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন খোঁজা খুঁজির এক পর্যায়ে ঘরের মধ্যে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
নিহতের বোন রিপা জানান, ১বছর ৪ মাস আগে তার মা তাসলিমা খাতুন মারা যাওয়ার পর রিয়ার মানসিক কিছু সমস্যা দেখা দেয়। ইন্ডিয়াতে চিকিৎসা দেওয়ার পর ভালো কোন সুফল পাওয়া যায়নি রিয়ার। ধারনা করা হচ্ছে এটাই ছিল মৃত্যুর প্রধান কারণ ।
শার্শা থানা পুলিশের এসআই আনোয়ারুল আজিম রিয়ার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।