যশোরের বেনাপোলে গাতিপাড়া সীমান্তে ৬টি স্বর্ণের বার সহ এক ভ্যান চালক আটক
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৫/০২/২০১৯ , ৯:২১ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

আরিফুজ্জামান আরিফঃ যশোরের বেনাপোল গাতিপাড়া সীমান্তে ৬টি স্বর্ণের বার সহ শামিম হোসেন(৩২) নামে এক ভ্যান চালককে আটক করেছে বিজিবি সদস্যরা। সে গাতিপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপি’র টহল দল গাড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে সানির আমবাগান থেকে ৬টি স্বর্ণের বার সহ শামীম হোসেন নামে এক ভ্যান চালককে আটক করে।
আটক স্বর্ণের আনুমানিক মুল্য এক কোটি তেতত্রিশ হাজার টাকা বলে তিনি জানান।
বেনাপোল পোর্ট থানায় স্বর্ণের বার সহ পাচারকারীকে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।