‘স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পাহাড়ে কাজ করছে সেনাবাহিনী’
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৪/০২/২০১৯ , ২:৩২ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জেলা সংবাদ,বিভাগীয় সংবাদ

আক্তার হোসেইনঃ পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। সে সঙ্গে পার্বত্য অঞ্চলে স্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা প্রসারসহ দুর্গম জনপদের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বদ্ধপরিকর বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক।
রোববার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ির মহালছড়ি টাউন হলে কমিউনিটি ফার্স্ট এইড ট্রেনিং ক্যাম্প শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ব্রিগেডিয়ার হামিদুল হক বলেন, পাহাড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি শান্তি প্রতিষ্ঠায় সম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখার বিকল্প নেই।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ, উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেজবাউল ইসলাম প্রমুখ।