গজারিয়ায় প্রতিবন্ধী যুবতীকে গণধর্ষণ
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৪/০২/২০১৯ , ৫:২৬ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ

গাজী মাহমুদ পারভেজ:- মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিবন্ধী নব বিবাহিত যুবতীকে ধর্ষনের অপরাধে ৩ লক্ষ টাকা জরিমানা করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মুদারকান্দি গ্রামে দাদন মাষ্টারের প্রতিবন্ধী মেয়ে তানিয়া সুলতানা(২৫) এ ঘটনার শিকার হয়েছে। একই গ্রাম এবং ওয়ার্ডের ইউপি সদস্য জাজাল মিয়া বলেন একই গ্রামের বিশু মিয়ার ছেলে হাফিজুল্লা৫০), দোকানদার ইউনুছ মিয়া(৫৫) দুইজন শুক্রবার রাতে দাদন মাষ্টারের প্রতিবন্ধী মেয়েকে জোরপূর্বক ধর্ষন করেছে। শনিবার রাতে দাদন মাষ্টারের ঘরে গ্রাম্য শালিসের মাধ্যমে ধর্ষনকারি দুইজনকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বাদী এবং বিবাদী দুইপক্ষ মিলে বিচারের রায় চুড়ান্ত করেছে। শালিস বৈঠকে ছিলেন একই গ্রামের আলাউদ্দিন প্রধান, রনি মিয়া, সোহেল,শহীদ,শফিক,স্বপনসহ গন্যমান্য অনেকেই। দাদন মাষ্টার জানান মেয়ে সংক্রান্ত বিষয় বিধায় বিচারের রায় মেনে নিতে রাজি হয়েছি। বিচারের পর রোববার সকালে অভিযুক্ত হাফিজুল্লার ভাই সহ ৭থেকে ১০জন দেশীয় অস্ত্র নিয়ে বাড়ীতে হামলার হুমকী দিয়েছে। প্রতিবন্ধী তানিয়া সুলতানা জানান শুক্রবার রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হয়ে টয়লেটে গেলে হাফিজুল্লা এবং ইউনুছ আমাকে হাত পা বেধে জোরপূর্বক ভাবে অসামাজিক কাজ করেছে। ঘটনার কথা বলে দিলে হত্যার হুমকী দেয় আমাকে। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ব্যক্তি পলাতক রয়েছে এলাকায়। গজারিয়া থানা ইনচার্জ হারুন অর রশিদ জানান সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।