শ্রীপুরে নৌকার টিকেট পেলেন আব্দুল জলিল বিএ
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৪/০২/২০১৯ , ১০:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,ঢাকা বিভাগ

মহিউদ্দিন আহমেদ ,শ্রীপুর (গাজীপুর): বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সব শেষে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেলেন বর্তমান চেয়ারম্যান আব্দুল জলিল বি.এ ।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অন্যান্য প্রার্থীর সঙ্গে আব্দুল জলিলকে দলীয় চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়। আগামী ২৪ মার্চ এ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোনয়ন পাওয়ার পর আব্দুল জলিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের প্রতি আমার ত্যাগের মূল্যায়ন করেছেন। জননেত্রী শেখ হাসিনা‘র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জলিল আরো জানান, আমার বিশ্বাস, আওয়ামী লীগ ও এর প্রতিটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ আপামর জনসাধারণ নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে বিজয় উপহার দিবেন। তিনি বলেন, শ্রীপুরবাসীর সেবায় ছিলাম, আছি থাকবো ইনশাআল্লাহ।