দেবীগঞ্জে বিষ্ণু মূর্তি উদ্ধার: পুলিশের ধারণা নকল
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৪/০২/২০১৯ , ৯:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

নাজমুস সাকিব মুন, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে বহু বছরের পুরনো বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার উপজেলার দেবীডুবা ইউনিয়নের খাল পাড়া এলাকায় মাটি খননের সময় মূর্তিটি স্থানীয়রা খুঁজে পায়।
স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানালে তাৎক্ষণিক দেবীগঞ্জ থানা পুলিশের সহকারি পরিদর্শক (এস আই) মি. মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মূর্তিটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল সরকার জানান, শনিবার বিকালে আমরা খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করি। তবে ধারণা করছি মূর্তিটি নকল। পুলিশি হেফাজতেই রয়েছে মূর্তিটি। আদালতের অনুমতি নিয়ে মূর্তিটি পরীক্ষা করে নকল সাব্যস্ত হলে তা ধ্বংস করা হবে। এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলে তিনি নিশ্চিত করেন।