যশোরের শার্শার শালকোনা সীমান্ত থেকে ১হাজার ৪শ ৮২ বোতল ফেন্সিডিল উদ্ধার
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৩/০২/২০১৯ , ১০:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: অপরাধ

আরিফুজ্জামান আরিফঃ যশোরের শার্শার শালকোনা সীমান্তে অভিযান চালিয়ে ১হাজার ৪শ ৮২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, সীমান্ত পথে ভারত থেকে চোরাকারবারী বিপুল পরিমাণে মাদক পাচারের চেষ্টা চালাচ্ছে এমন গোপন সংবাদে বিজিবি’র টহল দল শুক্রবার রাত ১১টার সময় শার্শার সীমান্তবর্তী শালকোনা এলাকায় তাদেরকে ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা কয়েকটি বস্তা ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়।
এ সময় তাদের ফেলে যাওয়া বস্তা থেকে ১ হাজার ৪শ ৮২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
যার আনুমানিক মূল্য ৫লাখ ৯২ হাজার ৮শত টাকা বলে বিজিবি জানায়। যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।