শ্রীপুরে ডোবা থেকে ভিক্ষুকের মরদেহ উদ্ধার
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২২/০২/২০১৯ , ৪:৩৯ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

মহিউদ্দিন আহমেদ: গাজীপুরের শ্রীপুরের মাওনা কালিয়াকৈর সড়কের পাশের ডোবা থেকে আলাল উদ্দিন (৮০) নামে এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে আজ শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলাল ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
শ্রীপুর থানা পুলিশের (মাওনা ফাঁড়ি) উপপরিদর্শক হারুন-অর রশিদ জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পাশেই পড়ে ছিল তার আনুষাঙ্গিক কাপড় চোপড়।
ধারণা করা হচ্ছে ডোবায় গোসল করতে গিয়ে তিনি মারা গেছেন।