কাশ্মিরে ফের হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২২/০২/২০১৯ , ২:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক,উপমহাদেশ

কাশ্মিরে ফের বড় ধরনের হামলা চালাতে পারে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জয়শ-ই-মোহাম্মদের জঙ্গিরা। পুলওয়ামার ঘটনার তদন্তে নেমে সোশ্যাল মিডিয়াতে তানজিম’র একটি এনক্রিপটেড গ্রুপের বার্তা বিনিময় থেকে এই ধারণা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে জানা গেছে, বার্তায় বলা হয়েছে- ‘ইস বার উসসে বড়া খিলোওনা তৈয়ার হ্যায়’। গোয়েন্দারা মনে করছেন, খিলোওনা বলতে বিস্ফোরক বোঝাই গাড়ির কথা বলা হচ্ছে। কাশ্মিরে তানজিম বলতে বোঝায়, জিহাদিদের সাহায্যকারী ছোট ছোট দল যারা জিহাদিদের মধ্যে সংযোগকারী হিসেবে কাজ করে থাকে। ওই সতর্কবার্তা ইতোমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দারা সেনা গোয়েন্দা, আধাসামরিক বাহিনী এবং কাশ্মির পুলিশের সঙ্গে আদান-প্রদান করেছেন। – এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা