ইসলামপুরে মুক্তিযোদ্ধা দানেছ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২২/০২/২০১৯ , ১২:০০ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

তানভীর আহমেদ হীরা: জামালপুর জেলার ইসলামপুর পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামের মুক্তিযোদ্ধা দানেছ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।২১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় তিনি নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে মারা গেছেন।
ওইদিন বিকাল সাড়ে তিনটায় সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।পরে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
ইসলামপুরে ৩ আসনের এমপি ফরিদুল হক খান দুলাল এবং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজাউল করিম মরহুমের প্রতি প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ।
পরে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল বীর মুক্তিযোদ্ধা মরহুম দানেছ আলীকে গার্ড অব অনার প্রদান করেন।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পলবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান,মুক্তিযোদ্ধা সাহাদত হোসেন স্বাধীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান(আওয়ামী লীগ মনোনীত) প্রার্থী এড.জামান আব্দুন নাসের বাবুল, আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মোঃ সালাউদ্দিন শাহ ,সাবেক চেয়ারম্যান মজিবর রহমান প্রমুখ।