ঠাকুরগাঁওয়ে শহীদ মিনারে ফুল দিলো প্রতিবন্ধীরা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২১/০২/২০১৯ , ৪:৫৯ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

রুবেল রানা,ঠাকুরগাঁওঃ আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পূনর্বাসন কেন্দ্রে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ শে ফেব্রুয়ারি সকালে স্কুল চত্বর থেকে র্যালি বের হয়ে প্রথমে মোলানি বালিকা উচ্চ বিদ্যালয়ে পূষ্প মাল্য অর্পন করে। পরে বিদ্যালয়ের নিজস্ব তৈরি করা শহীদ মিনারে পূষ্প মাল্য অর্পন করা হয় ।
র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এস, এম হুমাউন কবির নুরুল ইসলাম, সভাপতি একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পূনর্বাসন কেন্দ্র ও চেয়ারম্যান ৯ নং রায়পুর, একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পূর্নবাসন কেন্দ্র’র নির্বাহী পরিচালক আমিরুল ইসলাম, শিক্ষক- শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ প্রমুখ।
এ সময় বক্তারা ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ করে শিক্ষার্থীদের সামনে ভাষার তাৎপর্য তুলে ধরা ও পরে শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয় ।