তেঁতুলিয়ার ভোটারদের পছন্দে আবারো আমার মার্কা কলস : সুলতানা রাজিয়া
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২১/০২/২০১৯ , ৩:৫১ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

মোহাম্মদ রনি মিয়াজী,পঞ্চগড়: তেঁতুলিয়ায় এবার জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের আমেজ। দেশের প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট হবে আগামী ১০ মার্চ । গত ২১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে ।
আবারো তেঁতুলিয়া উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যানের পদে লড়ছেন বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া৷
এই উপজেলায় ৭টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৮৮ হাজার ৮শ ৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪৪ হাজার ৩শ ২৭ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৪৪হাজার ৫শ ২৭ জন। এবং ৭টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৩৭টি। আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে ভোটের মাঠে মাঠ চষে বেড়াচ্ছেন সুলতানা রাজিয়া । গত তৃতীয় ও চতুর্থ উপজেলা নির্বাচনে পর পর দুই বার নির্বাচিত হন তিনি । গত দশ বছরে তিনি তেঁতুলিয়া উপজেলায় ব্যক্তিগত ও সরকারী সহযোগিতায় অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন। বিশেষ করে নারীদের বিপদে পাশে থেকে এলাকায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। মানুষের বিপদে নারী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে গেছেন উপজেলায় প্রত্যন্ত গ্রামে। নিজে মোটর সাইকেল চালিয়ে বন্যা , অগ্নিকান্ডে জনগনকে সহায়তা করতে , নারী নির্যাতন এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো সহ বিচারিক কাজে ছুটে গেছেন বিভিন্ন গ্রামে । এই জনপ্রিয়তায় কারনে ভোটের মাঠে এবারো জনপ্রিয়তার শীর্ষে এই নারী প্রার্থী। তার সাথে এবার ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী হয়ে লড়ছেন মোট ৪জন প্রার্থী। বাকি প্রার্থীরা হলেন আওয়ামীলীগের এডভোকেট রওশন আক্তার লাভলী, মোছাঃ মিনা আক্তার ও ৭নং দেবনগড় মহিলা লীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম জেলা শাখার সভাপতি সোমা চৌধুরী। সরেজমিনে দেখা যায় সুলতানা রাজিয়া ও রওশন আরা আক্তারের নাম আলোচনায়। গত তৃতীয় ও চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে রওশন আরা বিপুল ভোটে সুলতানা রাজিয়ার কাছে পরাজিত হন। ভোটের বিষয়ে সুলতানা রাজিয়া জানান’ আমি তেঁতুলিয়ার জনগনের পছন্দে গত নির্বাচনের কলস প্রতীক নিয়েছি। আমি আশাবাদী তেঁতুলিয়াবাসী আমার বিগত সময়ের কাজ ও উন্নয়ন মূলক কার্যক্রম বিবেচনা করে আমাকে বিপুল ভোটে জয়ী করবে ‘।