আগুনে দগ্ধদের দেখতে ঢাকা মেডিকেলে কলেজের বার্ন ইউনিটে সাংসদ হাজী সেলিম
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২১/০২/২০১৯ , ১১:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়,রাজধানী জুড়ে

চকবাজারের আগুনে দগ্ধ নিহত ও আহতদের দেখতে ঢাকা মেডিকেলে কলেজের বার্ন ইউনিটে আসেন স্থানীয় সাংসদ হাজী সেলিম।
বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৮ মিনিটে চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭৮ জনের মৃত্যু হয়। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট ছুটে যায়। টানা ১১ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।