গজারিয়ায় একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২১/০২/২০১৯ , ৪:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

গাজী মাহমুদ পারভেজ:-মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে গজারিয়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। রাত ১২টা ১ মিনিটে প্রথমে উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব রেফায়েত উল্লাহ্ খান তোতা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব সোলমান দেওয়ান, উপজেলা নির্বাহি অফিসার জনাব হাসান সাদী, গজারিয়া থানার অফিসার (ওসি) হারুন অর রশিদ, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।