গাইবান্ধায় শিল্পকলা একাডেমির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২০/০২/২০১৯ , ৩:৩৯ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

আতোয়ার রহমান রানা,গাইবান্ধা: বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার গাইবান্ধায় শিল্পকলা একাডেমির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। এরপর সাংস্কৃতিক কর্মীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহনে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহ মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. আবদুল মতিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, অমিতাভ দাশ হিমুন, ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক আরিফুল ইসলাম বাবু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার।
অনুষ্ঠানের শুরুতেই সাংস্কৃতিক সংগঠকদের নিয়ে অতিথিরা কেক কাটেন।