বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২০/০২/২০১৯ , ৭:৪৫ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

মোহাম্মদ রনি মিয়াজী,পঞ্চগড়ঃ দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জে পানি ভর্তি বালতিতে মাথা ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ২০ ফেব্রুয়ারী (বুধবার) উপজেলার পামুলী ইউনিয়নের আহম্মদনগর গ্রামে পানি ভর্তি বালতিতে দমবন্ধ হয়ে খাদিজা (১৬ মাস) নামের শিশুরটির মৃত্যু হয়েছে।
বুধবার (২০ ফেব্রুয়ারী) আনুমানিক সকাল সাড়ে ১০টায় দিকে একটি পানি ভর্তি বালতিতে মাথা ডুবিয়ে খাদিজা (১৬মাস) নামে ওই শিশুটির মৃত্যু হয়।
শিশু খাদিজা দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের আহম্মদ নগর গ্রামের মাসুদের মেয়ে। এ বিষয়ে পামুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলে হায়দার বাদশা জানিয়েছেন, ‘শিশুটিকে গোসল করার জন্য তার পরিবার পানি ভর্তি একটি বালতি রোদে রেখে ছিল। পরিবারের অজান্তে শিশুটি বালতির পানিতে মাথা ডুবিয়ে দেয় এতে শ্বাস বন্ধ হয়ে শিশুটি মারা যায়’।দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ আলম ‘শিশুর মৃত্যু খবরের বিষয়টি নিশ্চিত করেছেন এবং এ ব্যাপরে থানায় একটি ইউডি মামলা হয়েছে।