শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবীতে পঞ্চগড়ে শিক্ষক কর্মচারীর মানববন্ধন
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৯/০২/২০১৯ , ৩:৩৬ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ে স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন । মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের শের-ই-বাংলা পার্ক পঞ্চগড়- ঢাকা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে স্বীকৃতিপ্রাপ্ত ননএমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষক কর্মচারী অংশ নেন।
এসময় বক্তারা বলেন, সরকারের প্রতিশ্রুতির পরও এমপিওভুক্তি না হওয়ায় এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে। দেশের সকল ননএমপিওভুক্ত প্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্তির দাবিও জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুল বারী তালুকদার, সাধারণ সম্পাদক আবু বক্কর মো. এরশাদুল হক ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।