ফেসবুক লাইভে জাতির কাছে ক্ষমা চাওয়ায় পর মুচলেকা দিয়ে ছাড়া পেলেন বিতর্কিত অভিনেত্রী সানাই (ভিডিও সহ)
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৭/০২/২০১৯ , ৪:৫৬ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন

ফেসবুক লাইভে জাতির কাছে ক্ষমা চাওয়ায় পর মুচলেকার বিনিময়ে ছাড়া পেয়েছেন বিতর্কিত মডেল ও অভিনেত্রী সানাই। বিকেল ৩ টার দিকে আটকের পর প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বিকেল সাড়ে চারটার দিকে মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার ক্রাইম টিমের হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে সাইবার ক্রাইমের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম বলেন, ‘মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বারেরর নেতৃত্বে নিরাপদ ইন্টারনেট ক্যাম্পেইন এর অংশ হিসেবে আজ সানাইকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমাদের অফিসে এনেছিলাম। সানাই তার ভিডিওগুলোর জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছে এবং সে সব ভিডিও মুছে ফেলতে সম্মত হয়েছে। সে মুচলেকা দিয়েছে যে সে কখনো আর এ ধরনের ভিডিও বানাবে না বা ছড়াবে না। সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ তার এহেন কর্মকাণ্ডের ওপর নজর রাখবে। যে তার মুচলেকার বাইরে কিছু করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যান্য অনেকের জন্যও আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
সানাই মাহবুব বলেন, ‘আমার বেশ কিছু ভুয়া আইডি থেকে আমার সম্পর্কে অপপ্রচারণা চালানো হচ্ছে বলে কিছুদিন আগে আমি নিজেই অভিযোগ করেছিলাম। আর আজ ওনারা নিজেরাই আমাকে ডেকে আনেন।’
উল্লেখ্য ‘ভালোবাসা ২৪/৭’ নামের একটি ছবিতে অভিনয় করার মধ্য দিয়ে শোবিজে পা রাখেন সানাই। সম্প্রতি মিউজিক ভিডিও ও মডেলিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।