শেখ রাসেল-শেখ জামাল ম্যাচ ড্র
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৭/০২/২০১৯ , ৭:০৯ অপরাহ্ণ | বিভাগ: খেলাধূলা

প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে রোববার মুখোমুখি হয়েছিল শেখ রাসেল ক্রীড়াচক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। বিগ ম্যাচের তকমা ছিল ম্যাচটির ওপর। কিন্তু গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলই একাধিক সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। তাই আসরে দ্বিতীয় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় শেখ রাসেল ও শেখ জামাল উভয় দলকে।
৬ ম্যাচে ৪ জয় আর ২ ড্রয়ে ১৪ পয়েন্ট শেখ রাসেলের। অন্যদিকে ৭ খেলায় ৩ জয়, ২ হার ও ২ ড্র তে ১১ পয়েন্ট শেখ জামালের।