বইমেলায় মাহবুবা করিমের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘অষ্টাদশীর অনুতাপ’
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৭/০২/২০১৯ , ৭:০৬ অপরাহ্ণ | বিভাগ: সাহিত্য

এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে মাহবুবা করিমের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘অষ্টাদশীর অনুতাপ’। বইটির প্রচ্ছদ এঁকেছেন আব্দুল্লাহ বেগ মামুন। প্রকাশ করেছে ‘পায়রা’। বইটি মেলার সোহরাওয়ার্দী অংশে ৩৩৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। মূল্য ১৬০ টাকা।
এই কাব্যগ্রন্থের বেশিরভাগ কবিতায় আছে দ্রোহাশ্রিত প্রেমের কবিতা। কিন্তু সে কবিতাগুলো তার সমসায়িক কবিদের মতো নিটল প্রেমাশ্রিত নয়। তার কবিতায় লুকানো আছে ভিন্ন ধরনের প্রেমদ্রোহ।