যুবলীগ নেতার মুক্তির দাবীতে ফুলবাড়ীয়ায় মানববন্ধন
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৭/০২/২০১৯ , ৪:৪৯ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

চাঁদাবাজি মামলায গ্রেফতার হওয়া ফুলবাড়ীয়া পৌর যুবলীগের সভাপতি প্রথম শ্রেণীর ঠিকাদার আ. মালেক এর মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন উপজেলা যুবলীগ ।
আজ রবিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক আ. কদ্দুছ ,যুগ্ন আহবায়ক মুঞ্জুরুর হক রাসেল, জাতীয় শ্রমিকলীগের আহবায়ক উজ্জল, কৃষকলীগের যুগ্ন আহবায়ক মো. পারভেজ,যুবলীগ নেতা মো. শাখের খান, উপস্থিত ছিলেন ঠিকাদার লাল মামুদ প্রমূখ।
বক্তরা গ্রেফতারকৃত পৌর যুবলীগের সভাপতি ঠিকাদার আ. মালেক এর বিরোদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানান অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা দিবে উপজেলা যুবলীগ।
উল্লেখ্য গত বুধবার (১৩ ফ্রেবরুয়ারী) ঠিকাদার জয়নাল আবেদীন বাদল এর উপর হামলা করায় পৌর যুবলীগের সভাপতি মো. আ. মালেক এর বিরোদ্ধে ফুলবাড়ীয়া থানায় ১৪৩/৩৪১/৩৮৫/৩২৩ /৩০৭/৩৭৯/৫০৬(২)/১১৪ পেনাল কোড-১৮৬০ধারায় ৪ জনসহ অজ্ঞাতনামা ১০/১৫ দায়ের করে মামলা দায়ের করে ঠিকাদার বাদল ।ঐদিন রাতেই মামলা ১নং আসামী মো. আ. মালেককে পল্লীবিদ্যুত অফিসের সামনে থেকে গ্রেফতার করে পরের দিন সকালে আদালতে প্রেরন করেন ফুলবাড়ীয়া থানা পুলিশ।