শেওড়ায় ট্রেনের ধাক্কায় ২ পথচারী নিহত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৪/০২/২০১৯ , ১১:০০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজধানী জুড়ে

রাজধানীর শেওড়ায় ট্রেনের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন।বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শেওড়া রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স ৬০ ও ৬৫ বছরের মধ্যে।
ক্যান্টনমেন্ট থানার ওসি গাজী শাহান হক জানান, সকাল ৯টার দিয়ে শেওড়া রেললাইন এলাকায় রাজশাহী থেকে কমলাপুরগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ওই এলাকায় নিহত এক পথচারী ফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন, অন্যজন রেললাইন পাড় হচ্ছিলেন। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।