শ্রীপুরে অপরিচিত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১২/০২/২০১৯ , ১:২২ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

মহিউদ্দিন আহমেদ , শ্রীপুর গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরে কাঁঠাল গাছের ডাল থেকে অপরিচিত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, বরমী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের কাঁঠাল বাগানে গ্রামের লোকজন পাতা কুড়াতে গিয়ে গাছের সাথে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।
ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় লোকজনের ধারণা, অন্য স্থানে হত্যা করে লাশ গোপন করার জন্য নিরীবিলী স্থানে ঝুলিয়ে রেখেছে। শ্রীপুর থানার এস.আই মাহমুদুল হাসান জানান, প্রাথমিক ভাবে ধারনা হচ্ছে সে আত্মহত্যা করেছে।