ঝিকরগাছায় খুলনাগামী ট্রেনে কাটা পড়ে এক মাদ্রাসা ছাত্রী নিহত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১১/০২/২০১৯ , ২:০৮ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

আরিফুজ্জামান আরিফ: যশোরের ঝিকরগাছার চান্দেরপোল নামকস্থানে সোমবার সকাল সাড়ে ১০টায় খুলনাগামী ট্রেনে কাটা পড়ে তৃষা আক্তার মিতু (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে।
সে শার্শা নাভারন সরদার বারিপোতা গ্রামের দুলাল হোসেনের ভাগ্নি ও আনসার ক্যাম্প এলাকার রনি খাতুনের মেয়ে এবং নাভারন মহিলা মাদ্রাসায় নবম শ্রেণীর ছাত্রী। তারা আনসার ক্যাম্পের পাশে একটি বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করতো।
নিহতের মা রনি খাতুন বলেন, মেয়ের সাথে সকালে কোন ঝামেলা হয়নি। প্রতিদিনের ন্যায় মিতু মাদ্রাসার যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরে খবর পাই মেয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। কিভাবে কি হলো আমি বুঝতে পারছিনা।
বেনাপোল জিআরপি পুলিশের (এসআই) আব্দুল আলিম বলেন, খবর পেয়ে আমি দুর্ঘটনা স্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরী করি এবং নিহতের লাশ উদ্ধার করে বেনাপোল জি আরপি থানায় নিয়ে আসি।
মরদেহ আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।