ঢাকায় নানা ভাষার সঙ্গীত ও নৃত্যালেখ্য ‘বাজাও বিশ্ববীণা’
পোস্ট করেছেন: online desk2 | প্রকাশিত হয়েছে: ১১/০২/২০১৯ , ১২:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,ঢাকা বিভাগ


মোঃ ওয়াহিদুল ইসলামঃ
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন ভাষার সঙ্গীত ও নৃত্যালেখ্য অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে এ আয়োজন উদ্বোধন করেন সংস্কৃতিজন লিয়াকত আলি লাকি।
মরোক্কান সুরের সাথে নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বাজাও বিশ্ববীনা আয়োজন। শিল্পীদের কন্ঠে উচ্চারিত হয় প্রাচীন সুমাত্রা, সিংহল ও মালয় অঞ্চলের সুরধারা। রাশিয়া, কিরগিজস্তান, চেকোস্লোভাকিয়া ও উজবেক অঞ্চলের লোক সুরের সাথে উত্তর-পূর্ব ইউরোপীয় ধারার নৃত্য পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন বাংলাদেশের শিল্পীরা।
ইয়াসমিন আলীর সংগীত পরিচালনায় ঢাকা সাংস্কৃতিক দলের পক্ষে সংগীত পরিবেশন করেন তালবীদা আলী, রোকসানা রূপসা, সূচিত্রা রাণী, মেহেক জামান, সোহানুর রহমান, রওশন আলম, অনন্য অধীকারী, রাফি তালুকদার ও অন্তু গোলন্দাজ।
নাচে-গানে মূর্ত হয়ে ওঠে আফগানিস্তানের রুক্ষ পাথুরে মাটিতে জন্ম নেয়া লোকসংস্কৃতির দৃশ্যপট। আফ্রিকান ও মেক্সিকান সংগীতের উত্তাল তাল-ছন্দের পাশাপাশি এশিয়ার বহমান কোমল সুরের জাদুতে শিল্পীরা মাতিয়ে রাখেন দর্শক শ্রোতাদের।