আজ: ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি, ভোর ৫:২৫
সর্বশেষ সংবাদ
শিক্ষাঙ্গন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপিত


পোস্ট করেছেন: online desk2 | প্রকাশিত হয়েছে: ১১/০২/২০১৯ , ১২:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষাঙ্গন


নিজস্ব প্রতিনিধিঃ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশে উদযাপিত হয়েছে বিদ্যা দেবী সরস্বতী পূজা (বাণী অর্চনা ১৪২৫ বঙ্গাব্দ)। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে অস্থায়ী কেন্দ্রীয় পূজামন্ডপ স্থাপন করে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর আরাধনার আয়োজন করে।

রবিবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের আয়োজনে সকাল ১০টা ৩০ মিনিটে পূস্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে পূজা অর্চনা আরম্ভ হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন, অর্থনীতি বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন উপস্থিত ছিলেন। এবং সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রতিমায় পূজা ও পুস্পাঞ্জলি প্রদান করেন। পুস্পাঞ্জলি শেষে প্রসাদ বিতরণ ও অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলমীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়।

 

Comments

comments