যশোরে চায়ের দোকানে বোমা হামলা, যুবক নিহত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৯/০২/২০১৯ , ১০:৩৬ অপরাহ্ণ | বিভাগ: খুলনা বিভাগ,প্রধান সংবাদ,বিভাগীয় সংবাদ

যশোরে একটি চায়ের দোকানে বোমা মেরে ও কুপিয়ে মামুন হোসেন (৩০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এ সময় আরিফ হোসেন (২৮) নামে এক ছাত্রলীগ কর্মীও আহত হন।
শনিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মামুন শহরের ঘোপ সেন্ট্রাল রোডের রবিউল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুর রউফের ছেলে। তিনি একটি মোবাইল ফোনের দোকানদার ছিলেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, ‘রাসেল নামে এক ব্যক্তির চায়ের দোকানে মামুন বসেছিলেন। এ সময় হঠাৎ তার ওপর হামলা হয়। তাকে বোমা মেরে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। কী কারণে হত্যা করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, নিহত মামুনের শরীরের বিভিন্ন স্থানে কোপ ও বোমা হামলার চিহ্ন রয়েছে। হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।