ইউটিউবে আসছে মাসুদ খানের “তোর প্রেমে তে”
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৯/০২/২০১৯ , ১২:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন

এস,বি সোহেল: নতুন প্রজন্মের সংগীত তারকা মাসুদ খান। সম্প্রতি তিনি কন্ঠ দিয়েছেন “তোর প্রেমে তে” শিরোনামের একটি গানে। এই রোমান্টিক গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আলভী মামুন এবং তার বিপরীতে আছেন হালের আর এক উঠতি মডেল মমি খান। এছাড়াও দেখা যাবে জাহান সিদ্দিক ও লিজা খানমকে। ইতিমধ্যে রূপগঞ্জের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির মিউজিক ভিডিও ধারণ শেষ হয়েছে। সম্পূর্ণ গ্রামের পটভূমিতে নির্মিত হয়েছে গানটির মিউজিক ভিডিও। গানটির কথা লিখেছেন গীতিকার আরিফুল ইসলাম মামুন। গানটিতে সঙ্গীতায়জন করেছেন মুশফিক লিটু। গানটির সুর করেছেন মাসুদ খান নিজেই। গান প্রসঙ্গে কন্ঠ শিল্পী মাসুদ খান দৈনিক মতপ্রকাশকে বলেন, গানটির কথা ও গল্প দুটোই অনেক ভালো। আমার গাওয়া আগের গান গুলো যেমন দর্শক-শ্রোতাদের মন ছুঁয়ে গেছে। আশা রাখছি এই গানটিও সবার কাছে ভালো লাগবে। কারণ, গানটির মধ্যে চমক থাকবে। শুধু আমি ভালো বললেই হবে না। গানটির মিউজিক ভিডিও দেখার পরে সবাই বুঝতে পারবে। “তোর প্রেমে তে” গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে প্রযোজনা সংস্থা বনো কুকিল- এর ব্যানারে। আর মিউজিক ভিডিওটি নির্মাণের দায়িত্ব সামলেছেন পরিচালক সাজিন খান। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে আগামীকাল (১০ ই ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় মাসুদ খানের ইউটিউব চ্যানেল এই রোমান্টিক গানটি প্রকাশিত হবে।