খুলনা জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ৪৬
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৯/০২/২০১৯ , ১২:২২ পূর্বাহ্ণ | বিভাগ: খুলনা বিভাগ

একরামুল করিম, খুলনা ব্যুরোঃ জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে মাদকসহ ৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় সংশ্লি¬ষ্ট থানায় মামলা হয়েছে।
পুলিশের সূত্র জানায়, গত ৭ ফেব্র“য়ারি সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১০ জন মাদক বিক্রেতাসহ ৪৬ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার বিভিন্ন থানা এলাকা থেকে এসব মাদক বিক্রেতাদের গ্রেফতার করা হয়। আটকদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা ও ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসব ঘটনায় ৭টি মাদক মামলা হয়েছে।