আজ: ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সকাল ১০:৪০
সর্বশেষ সংবাদ
জাতীয় একুশে পদক পাচ্ছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

একুশে পদক পাচ্ছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য


পোস্ট করেছেন: online desk2 | প্রকাশিত হয়েছে: ০৭/০২/২০১৯ , ১২:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


নিজস্ব সংবাদদাতাঃ

একুশে পদক ২০১৯ এ সম্মানিত হতে যাচ্ছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, খ্যাতিমান এই শিক্ষাবিদ গবেষণায় বিশেষ অবদান রাখায় দেশের জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এ পুরষ্কারে ভূষিত হচ্ছেন।

বুধবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফয়জুর রহমান ফারুকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, আগামী ২১ ফেব্রুয়ারি বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেষ হাসিনা এসব পদক প্রদান করবেন।

পদকপ্রাপ্ত প্রত্যেককে ১৮ ক্যারেট সোনার তৈরি ৩৫ গ্রাম ওজনের একটি পদক, দুই লাখ টাকা, একটি সম্মাননাপত্র এবং একটি রেপ্লিকা দেওয়া হবে।

১৯৫৮ সালের ৮ এপ্রিল জন্মগ্রহণ করা প্রাবন্ধিক ও গবেষক ড. বিশ্বজিৎ ঘোষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন নিয়োজিত ছিলেন। বিশ্বসাহিত্য, সমালোচনা ও গবেষণামূলক অনেক গ্রন্থ রয়েছে তাঁর। ‘বুদ্ধদেব বসুর উপন্যাসে নৈঃসঙ্গ্যচেতনার রূপায়ণ’ বিষয়ে গবেষণার জন্য ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।

Comments

comments