শ্রীমঙ্গলে মদ্যপায়ী চা শ্রমিকের লাঠির আঘাতে প্রাণ গেল আরেক চা শ্রমিকের
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৬/০২/২০১৯ , ১২:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানে মদ্যপ চা শ্রমিকের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন আরেক চা শ্রমিক। মঙ্গলবার (৫ ফেব্রুআরি) রাত সাড়ে ১০টার এ ঘটনা ঘটে বলে জানান শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ তদন্ত মো: সোহেল রানা।
নিহত চা শ্রমিকের নাম সুধীর হাজরা (৫৫)। সুধীর ভাড়াউড়া চা বাগানের মৃত সরজু হাজরার ছেলে।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে প্রত্যক্ষদর্শীদের বরাতে পাওয়া তথ্য অনুযায়ী হত্যাকান্ডের সাথে জড়িত মুল অভিযুক্ত চা শ্রমিক সঞ্জু গড় পালিয়ে যায় বলে জানান, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আশরাফুজ্জামান। তবে পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে বলে জানান তিনি।
এদিকে ঘটনার পর পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসতে চাইলে উত্তেজিত শ্রমিকরা লাশ দিতে চায়নি। তারা লাশটিকে নিহতের ঘরে নিয়ে তালা দিয়ে রাখে।
এই মুহেুর্তে প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা বিচারিক কাজের জন্য লাশ ময়নাতদন্ত হওয়া দরকার বলে তাদের বুঝানোর চেষ্টা করছেন। তাদের বুঝিয়ে লাশ মর্গে প্রেরণ করে হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।