আজ সাংবাদিক শিমুল হত্যার ২ বছর
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৩/০২/২০১৯ , ১১:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : আজ রোববার দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার ২ বছর পূর্ণ হল। এ উপলক্ষে শাহজাদপুর প্রেসক্লাব দিন ব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে,জাতীয় ও কালো পতাকা উত্তোলন,কালো ব্যাচ ধারণ, শিমুলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,শোক র্যালী,বিশেষ দোয়া,মোনাজাত ও স্মরণসভা। এ ছাড়া মাদলা কবরস্থানে শিমুলের কবর জিয়ারত করা হবে।
উল্লেখ্য,পূর্ব বিরোধের জের ধরে শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমূল হক মিরুর দুই ভাই মিন্টু ও পিন্টু গত ২০১৭ সালের ২ ফেব্রয়ারী শাহজাদপুর কলেজ ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদকে মারপিট করে। এর জেরে ওই দিন বিকেলে বিজয়ের সমর্থকরা মিরুর মনিরামপুরের বাসায় হামলা চালায়। এ সময় উভয়পক্ষের সংঘর্ষকালে গুলির ঘটনা ঘটে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ৩ ফেব্রয়ারী ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।