রাজধানীতে ভুয়া দুই দুদক কর্মকর্তা আটক
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০২/০২/২০১৯ , ৯:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: অপরাধ,রাজধানী জুড়ে

রাজধানীর হাজারীবাগ থেকে ভুয়া দুই ‘দুদক কর্মকর্তাকে’ আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে রাজধানীর হাজারীবাগ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-আনিসুর রহমান বাবু (৩৬) ও ইয়াসির(২৪)। তারা দীর্ঘদিন ধরে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির মামলার ভয় দেখিয়ে প্রতারণা করে আসছিলেন বলে র্যাব-২ সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মো. মহিউদ্দিন ফারুকী বলেন, আটককৃতরা দুদক এর উর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির মামলার ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে সেসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ হিসাবসহ ২২টি মোবাইল ফোন জব্দ করা হয়।