ফিলিপাইনের মসজিদে গ্রেনেড হামলা, নিহত ২
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ৩০/০১/২০১৯ , ৪:৪০ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক

ফিলিপাইনে একটি মসজিদে গ্রেনেড বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ বুধবার (৩০ জানুয়ারি) খুব ভোরে এ ঘটনা ঘটে। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি গির্জায় বোমা হামলার কয়েকদিন পর এ ঘটনা ঘটলো।
আঞ্চলিক সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল গেরি বেসানা বলেন, জামবোয়াঙ্গা শহরে ওই মসজিদের ভেতরে একটি গ্রেনেড ছোঁড়া হয়। এসময় সেখানে অনেক লোকজন ঘুমাচ্ছিলেন। গ্রেনেড বিস্ফোরণে দুজন নিহত হন।
এর আগে, গত রোববার মিন্দানাওয়ের প্রত্যন্ত এলাকায় একটি গির্জায় বোমা হামলা হয়। এতে কমপক্ষে ২১ জন নিহত হন। হামলার দায় স্বীকার করে উগ্রপন্থি গোষ্ঠী দায়েশ। তবে আজ মসজিদে যে হামলা হয়েছে তা গির্জায় হামলার প্রতিশোধ কিনা সেটি অবশ্য নিশ্চিত করতে পারে নি কর্তৃপক্ষ। হামলাকারীদের আটকের চেষ্টা করছে পুলিশ।
সূত্র: বিবিসি