চটগ্রাম বিভাগ, জেলা সংবাদ, বিভাগীয় সংবাদ
সিএমপি ক্রিকেট একাদশ বনাম চট্টগ্রাম প্রেস ক্লাব ক্রিকেট একাদশের মধ্যে টি-২০ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
সিএমপি ক্রিকেট একাদশ বনাম চট্টগ্রাম প্রেস ক্লাব ক্রিকেট একাদশের মধ্যে টি-২০ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৩/০১/২০১৯ , ৫:৩৯ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জেলা সংবাদ,বিভাগীয় সংবাদ

মোঃ আলাউদ্দীন (চট্টগ্রাম ব্যুরো)
চট্রগ্রামে দামপাড়া পুলিশ লাইন্স মাঠে সিএমপি ক্রিকেট একাদশ বনাম চট্টগ্রাম প্রেস ক্লাব ক্রিকেট একাদশের মধ্যে টি-২০ প্রীতি ক্রিকেট ম্যাচ ২০১৯ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলিম সরোয়ার, সভাপতি, প্রেস ক্লাব, চট্টগ্রাম এবং শুকলাল দাশ, সাধারণ সম্পাদক, প্রেস ক্লাব, চট্টগ্রাম।
উক্ত খেলায় সিএমপি ক্রিকেট দল টসে জিতে চট্টগ্রাম প্রেস ক্লাব একাদশকে ব্যাটিং এর আমন্ত্রন জানায়। নির্ধারিত ওভারে চট্টগ্রাম প্রেস ক্লাব একাদশ ৬৬ রান সংগ্রহ করে। জবাবে সিএমপি একাদশ চার উইকেট হাতে রেখে জয় লাভ করে।
সিএমপি একাদশের অধিনায়ক অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-পিআর) মির্জা সায়েম মাহমুদ, পিপিএম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
লো-স্কোরিং এই ম্যাচে জনাব মির্জা সায়েম মাহমুদ মাত্র ২১ বলে ৪৩ রানের ঝড়ো এক ইনিংস খেলে চট্টগ্রাম প্রেস ক্লাব একাদশের বোলিং আক্রমনকে লন্ডভন্ড করে দেন। সিএমপি ক্রিকেট একাদশ দলের ম্যানেজার এর দায়িত্ব পালন করেন উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) এসএম মোস্তাইন হোসেন, বিপিএম।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম, বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার সহ সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ এবং প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।