সংরক্ষিত আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জ্যোতিকা জ্যোতি
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৬/০১/২০১৯ , ১২:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন,রাজনীতি

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এই অভিনেত্রী।
এর আগে তিনি সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হন। মনোনয়ন বঞ্চিত হয়েও তিনি দলীয় মনোনীত প্রার্থীর বিজয়ে এলাকায় সক্রিয় ভূমিকা পালন করেছেন। জ্যোতিকা জ্যোতির জন্মস্থান ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের হতিয়র গ্রামে।
মনোনয়ন সংগ্রহ করার সময় জ্যোতির সঙ্গে ছিলেন স্থানীয় যুবলীগ নেতা নাজমুল হাছান ডালাছ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবদুল্লাহ আল মামুন, ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান গোলাপ প্রমুখ।