ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় ৫ মাইক্রোবাস আরোহী নিহত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৫/০১/২০১৯ , ৩:২৭ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা বাসস্ট্যান্ডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ মাইক্রোবাস আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই মাইক্রোবাসের অপর তিন আরোহী। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আ স ম আতিকুর রহমান দৈনিক মতপ্রকাশকে জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটের দিকে যাওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস বীরপাশা বাসস্ট্যান্ডের কাছাকাছি এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৫ আরোহী নিহত হন। আহত হন অপর তিন জন। আহতদের হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।