অস্ট্রেলিয়ার টেস্ট দলে নতুন মুখ পুকভস্কি
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৯/০১/২০১৯ , ৮:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: খেলাধূলা

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২০ বছর বয়সী ব্যাটসম্যান উইল পুকভস্কি।
ভিক্টোরিয়া রাজ্যদলের হয়ে পুকভস্কি এখন পর্যন্ত খেলেছেন ৮টি প্রথম শ্রেণির ম্যাচ। ৪৯ গড়ে তার মোট রান ৫৮৮। চলতি মৌসুমে ওয়েস্টার্ণ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন ২৪৩ রানের ইনিংস। লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ৪টি।
পুকভস্কিকে নির্বাচকদের বেছে নেয়া এটাই ইঙ্গিত দিচ্ছে যে, এ বছর অ্যাশেজ সিরিজের আগে তারা ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক ট্রেভর হনস বলেছেন, উইল পুকভস্কি দারুণ এক তরুণ ক্রিকেটার, যা সে শেফিল্ড শিল্ডে প্রমাণ করেছে। একাধিক সেঞ্চুরি করে সে সামর্থ্যের প্রমাণ দিয়েছে।
এদিকে, অজি টেস্ট দলে আবারো ডাক পেয়েছেন ম্যাট রিনশ এবং জো বার্নস। তবে বাদ পড়েছেন শন মার্শ, মিশেল মার্শ ও পিটার হ্যান্ডসকম্ব।
আগামী ২৪ জানুয়ারি গ্যাবায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এটি হবে দিবা-রাত্রির ম্যাচ। ১ ফেব্রুয়ারি ক্যানবেরায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: টিম পেইন (অধিনায়ক), জশ হ্যাজেলউড, জো বার্নস, প্যাট কামিন্স, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুসচেঞ্জ, নাথান লিওন, উইল পুকভস্কি, ম্যাট রিনশ, মিশেল স্টার্ক, পিটার সিডল।