টেকনাফ সৈকতে গুলিবিদ্ধ লাশ
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৪/০১/২০১৯ , ৩:৪৬ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জেলা সংবাদ

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকত এলাকা থেকে সাজ্জাদ হোসেন ইমরান (২৪) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১১ টার দিকে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার সমুদ্র সৈকত এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাজ্জাদ চট্রগ্রাম লোহাগড়া পশ্চিম আমিরাবাদ মাস্টার পাড়া এলাকার মো. কালামের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ওই এলাকায় তারা গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো.আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশটি উদ্ধার করেন।
পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন বলেন, সৈকত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার বুকে ও গলার পাশে চারটি আঘাত দেখা গেছে। তার পরনে কালো প্যান্ট ও বাদামি রঙের শার্ট ছিল। পরিচয় পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাশ বলেন, নিহত ব্যক্তি একজন ইয়াবা ব্যবসায়ী হতে পারে। তাদের নিজের মধ্যে ইয়াবা ব্যবসার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধার লাশটি কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।