জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য মন্ত্রীসভায় অন্তর্ভূক্ত হবেন না: প্রধান বিরোধী দলীয় নেতা এরশাদ , উপনেতা জিএম কাদের
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৪/০১/২০১৯ , ১২:৫৮ অপরাহ্ণ | বিভাগ: প্রধান সংবাদ,রাজনীতি

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মাদ এরশাদের উদ্ধৃতি দিয়ে প্রেসিডিয়াম মেম্বর সুনীল শুভ রায় জানিয়েছেন একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন দলটির চেয়ারম্যান স্বয়ং ।
সুনীল শুভ রায়ের ফেসবুক স্ট্যাটাসে জানা যায় , , একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারী দলের সভাপতি হিসেবে হুসেইন মোহাম্মাদ এরশাদ প্রধান বিরোধী দলের নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের উপ-নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য মন্ত্রীসভায় অন্তর্ভূক্ত হবেননা।
সংসদের মাননীয় স্পীকারকে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন এরশাদ ।