ভারতকে নিয়ে ট্রাম্পের বিদ্রুপ!
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৪/০১/২০১৯ , ১১:২২ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক

আফগানিস্তানে গ্রন্থাগার তৈরির জন্য সাহায্য দেওয়া নিয়ে ভারতকে রীতিমতো বিদ্রুপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ইকোনমিকস টাইমসের।
ট্রাম্প গত বুধবার বছরের প্রথম ক্যাবিনেট মিটিংয়ে বলেন, মোদী পাঁচ ঘণ্টার কথাবার্তায় আমায় শুধু বলে গেলেন, উনি আফগানিস্তানে একটা গ্রন্থাগার তৈরি করে দিয়েছেন।
এসময় অনেকটা বিদ্রুপভাবে ট্রাম্প বলেন, আমি অবশ্য জানি না, আফগানিস্তানে সেটা কারা ব্যবহার করে। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে এটার কোন প্রয়োজন দেখি না।
অবশ্য ট্রাম্পের এমন মন্তব্যের পর কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা আহমেদ পটেল।
তিনি বলেন, ভারত কিভাবে আফগানিস্তানকে সাহায্য করে, সেটা আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দেওয়া উচিত সরকারের। যে ভাবে মোদীকে বিদ্রুপের নিশানা করেছেন ট্রাম্প, তা-ও ‘অত্যন্ত কুরুচিকর’ বলে দাবি পটেলের।
কংগ্রেস নেতা সুরজেওয়ালা বলেন, আমেরিকার ‘উপদেশ’ প্রয়োজন নেই ভারতের।
এর আগে ট্রাম্প বলেছেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ভারত সহ অনেক দেশ যথেষ্ট সক্রিয় নয়।