সরকারের সঙ্গেই থাকতে চায় জাতীয় পার্টি
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৪/০১/২০১৯ , ১২:০১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি

বিরোধী দলে যেতে চায় না জাতীয় পার্টি। দলটি সরকারের সঙ্গেই থাকতে চায়।গতকাল বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সংসদে জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টির বৈঠক থেকে বেরিয়ে এমন কথাই জানালেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। এর আগে প্রায় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মসিউর রহমান সাংবাদিকদের বলেন, আমরা মহাজোটগতভাবে নির্বাচন করেছি। তাই অধিকাংশ এমপিই সরকারের সঙ্গে থাকতে চায়। এ ব্যাপারে মহাজোটের মহানেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন তাই চূড়ান্ত।